Site icon suprovatsatkhira.com

প্রধান শিক্ষকের পরিবারকে হয়রানির চেষ্টা

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় প্রধান শিক্ষক ও তার পরিবারকে হেনেস্তা করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক ও দপ্তরি পদে নিয়োগকে কেন্দ্র করে কথিত এ হয়রানীর চেষ্ট বলে প্রধান শিক্ষকের দাবি। জানা গেছে, সম্প্রতি স্কুল ম্যানেজিং কমিটি নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনঃ নিয়োগের সিদ্ধান্ত নিলে প্রার্থী ও স্কুল ম্যানেজিং কমিটির মধ্যে কথা চালাচালি শুরু হয়েছে। জানা গেছে, ২০১৭ সালের ফেব্রæয়ারিতে লস্কর ইউপির খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক ও ২০১৮ সালে দপ্তরি পদ শূন্য হয়। এরপর কর্তৃপক্ষ ২টি পদের জন্য দু’দফা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলেও নিয়োগ হয়নি। এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে তা অনুসন্ধান করে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছেন, প্রধান শিক্ষক, সভাপতি ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যের নিজস্ব প্রার্থী থাকায় সিদ্ধান্ত হীনতার কারণে চুড়ান্ত নিয়োগ দিতে পারেনি। এদিকে, স্কুল কর্তৃপক্ষ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির সিদ্ধান্ত নিলে প্রধান শিক্ষক ও তার পরিবারকে জড়িয়ে ভারতীয় নাগরিক উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গত ৮ ফেব্রæয়ারি কয়েকটি আঞ্চলিক দৈনিকে খবর প্রকাশিত হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তিনি এদেশে আমার জন্ম ও বেড়ে ওঠা। ভারতীয় নাগরিক উল্লেখ করে আমার পরিবারকে মিথ্যাভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version