Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটায় কালেক্টর সহকারী সমিতির কর্মকর্তাদের ৩ দিনের কর্মবিরতি

পাটকেলঘাটা প্রতিনিধি : বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি সাতক্ষীরা শাখা (বাকাসস) এর কর্মচারীদের ৩ দিনের কর্মবিরতির প্রথম দিন শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) কর্মবিরতির কারণে জেলার সকল উপজেলায় ভূমি প্রশাসনে কর্মবিরতি চলেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালেক্টর সহকারী সমিতির সকল কর্মচারীবৃন্দ তাদের প্রচলিত প্রাচীন পদবি ও উচ্চতর বেতন গ্রেডের দাবিতে এ কর্মসূচি পালন করে। পাটকেলঘাটায় উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা জানায়, আমরা উপজেলা ভূমি অফিসে কর্মরত নাজির সায়রাত সহকারী সহ বিভিন্ন পদের কর্মচারীরা প্রাচীন পদবি পরিবর্তনের দাবি করে আসছি। ইতোমধ্যে নিম্ন গ্রেডে কর্মরত তহসিলদারদের (নায়েব) পদবি এবং বেতন স্কেল পরিবর্তনের কাজ অনেকদূর এগিয়ে গেলেও এক গ্রেড উপরে নাজির সায়রাত সহকারী সহ অন্যান্য কর্মচারীদের পদবি পরিবর্তন হচ্ছে না। ফলে প্রশাসনে কর্মরত কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ২৫,২৬ ও ২৭ ফেব্রæয়ারি ৩দিনের পূর্ণ-দিবস কর্মবিরতি পালিত হচ্ছে। অফিস চলাকালে পাটকেলঘাটা ভূমি অফিস কক্ষে গিয়ে দেখা যায় দুর দুরান্ত থেকে আসা লোকজন কাজ করতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছে। সাতক্ষীরায় কালেক্টর সমিতির সদস্য কাজী শফিউল আজম জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের দাবি আদায়ের লক্ষে আমাদের শান্তিপূর্ন কর্মবিরতি পালিত হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version