ফেব্রুয়ারি ২৮, ২০২০
পাটকেলঘাটায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে জমির মালিকদের বিক্ষোভ
নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার কেশা গ্রামের কেশার বিলে মৎস্য ঘেরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও জোরপূর্বক ঘেরে থাকার পাঁয়তারার ঘটনায় জমির মালিকরা বিক্ষোভ করে পাটকেলঘাটা থানায় অভিযোগে দাখিল করেছেন। শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) বিকেল ৫টায় ভুক্তভোগীরা থানায় এসে এ অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ‘পাটকেলঘাটার কেশা বিলে ৭ বছরের জন্য এলাকার জমির মালিকরা গত ২০১৩ সালের জানুয়ারি মাস হতে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত লিজ প্রদান করেন কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি গ্রামের কলিম উদ্দীন কবিরাজের ছেলে মো. মনিরুজ্জামানের নিকট। তিনি লিজের শর্ত ভেঙে সাব-লিজ প্রদান করেন তালা উপজেলার বারাত গ্রামের আফছার উদ্দীনের ছেলে তৌহিদুর রহমান, নোয়াকাটি গ্রামের মৃত নয়েজ সরদারের ছেলে আলাউদ্দীন ও কেশা গ্রামের মৃত দলিল উদ্দীনের ছেলে মো. নুরুল ইসলামের নিকট। ইতোমধ্যে মৎস্য ঘেরের ডিডের মেয়াদ শেষ হয়ে গেছে। পুনরায় তারা ঘেরে থাকার জন্য পাঁয়তারা চালাচ্ছে। তারা বৃহস্পতিবার মৎস্য ঘেরের বাসা আগুনে পুড়িয়ে মামলা করার ঘড়যন্ত্র করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে’। এ সময় কুমিরা ইউপি চেয়ারম্যান ও কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আজিজুল ইসলাম বলেন, ‘আমি এলাকার জমির মালিকদের সাথে কথা বলে জানতে পারলাম যে অধিকাংশ জমির মালিকরা মৎস্য ঘের করতে চায় না। তারা চাষাবাদ করতে চায়’। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ‘জমির মালিকরা থানায় এসেছিল আগামী রবিবার উভয় পক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হবে’। 8,581,954 total views, 9,724 views today |
|
|
|