Site icon suprovatsatkhira.com

পাচার ও চোরাচালান প্রতিরোধে মতবিনিময় সভা

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বিজিবি কোম্পানি সদর কর্তৃক আয়োজিত মাদক, নারী- শিশু পাচার ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রæয়ারি) বেনাপোল বিজিবি কোম্পানি সদর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজিবির উপ-মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জালাল গনি খান, এনডিসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার কর্নেল মো. আরশাদ আলী ও ৪৯ বিজিবি টুআইসি মেজর নজরুল ইসলাম। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মহসিন মিলন, বকুল মাহবুব, জামাল হোসেন, রাশেদুর রহমান রাশু, সাজেদুর রহমান, কাজী শাহজাহান সবুজ, কামাল হোসেন, শেখ নাছির উদ্দিন, ওসমান গনি, দেবুল কুমার দাস, আহমদ আলী শাহীন, রাশেদুজ্জামান বাপ্পীও মিলন হোসেন, সেলিম রেজা, আব্দুল মান্নান, শাহীদুজ্জামান শাহীন, ফারুক হাসান, ফারুক হোসেন, আব্দুল আউয়ালসহ মিডিয়ার কর্মীগণ। এ সময় প্রধান অতিথি বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যে কোন মূল্যে মাদক চোরাচালান বন্ধ করতে হবে। তিনি মাদকের সুফল-কুফল, সীমান্তে অবৈধ পারাপার, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধে ও পাসপোর্ট যাত্রীরা যেন হয়রানি না হয় সে বিষয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহŸান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version