ফেব্রুয়ারি ১৫, ২০২০
পাইকগাছায় জমি বিরোধে মারপিটে আহত ৩
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জমি বিরোধে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের থানায় অভিযোগ ও পুলিশের ঘটনাস্থল পরিদর্শনের পর দু’পক্ষের সংঘর্ষে ৩জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (১৫ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার চাঁদখালী ইউপির কলমিবুনিয়া গ্রামে এ অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে একে অপরে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। চান্নিরচক কলেজিয়েটের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরপ্রসাদ মন্ডল জানান, আমি কলমিবুনিয়াতে ১১৪ খতিয়ানের ৯৯ ও ১১৫ দাগের ৯৬ ও ৯৪ শতক সম্পত্তি ক্রয় করে ভোগ দখলে আছি। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ কলমিবুনিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ভবেন্দ্রনাথ সরদার আমার সম্পত্তিতে ছোট বাসা বেঁধে অবৈধভাবে দখল চেষ্টা করছেন। এর প্রতিবাদ করলে তারা আমাকে উল্টো হুমকি-ধামকি দিচ্ছেন। এ ঘটনায় হরপ্রসাদ মন্ডল গতকাল দুপুরে ভবেন্দ্রনাথ সরদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশের এএসআই পলাশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে দু’পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় ডেকে পাঠান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভবেন্দ্রনাথ পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছিল। 8,580,606 total views, 8,376 views today |
|
|
|