পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আলোচিত আলেয়া হত্যা মামলার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অজিয়ার রহমান গাজী ও আসানুর সরদারকে ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বলে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম জানান।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুরের এ আদেশ দেন। এর আগে হত্যা মামলার মুল আসামি নিহত আলেয়ার দ্বিতীয় স্বামী মিজান আদালতে স্বীকারোক্তি মূলক জবান বন্দি প্রদান করে। পরে পুলিশ অজিয়ার ও আসানুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হত্যা ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। ইতোমধ্যে এ হত্যা মামলাকে কেন্দ্র করে প্রভাবশালী একটি মহল তৎপরতা শুরু করেছেন। পুলিশ এ হত্যাকান্ডে ইন্দনদাতা ও অর্থ জোগানদাতাদের খুঁজে বের করার চেষ্টা করছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি রাড়–লীর কলমিবুনিয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা আলেয়াকে গভীর রাতে দুর্বৃত্তরা ধর্ষণ করে শ্বসরোধ করে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে।
পাইকগাছায় আলেয়া হত্যায় ২ আসামির রিমান্ড মঞ্জুর
https://www.facebook.com/dailysuprovatsatkhira/