Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গা মাদ্রাসায় সমৃদ্ধির অগ্রযাত্রার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

 

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় “সমৃদ্ধির অগ্রযাত্রার বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) সকালে সাতক্ষীরা তথ্য অফিসের আয়োজনে ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন বিদ্যুৎ’র জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করা লাগে না। তিনি আরো বলেন, ১লা জানুয়ারি স্কুলের কোমলমতি ছেলে-মেয়েদের হাতে নতুন বই তুলে দিচ্ছে এ সরকার। এছাড়াও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মা. আব্দুল বারী, উপাধ্যক্ষ আবু সাইদ, রমজান আলী বিশ্বাস, অমরেন্দ্রনাথ ঘোষ, সোহারব হোসেন সাজু, আশরাফুজ্জামান বাবলু, শরিফুল্লাহ কায়সার সুমন, মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version