ফেব্রুয়ারি ১৯, ২০২০
জাতিকে সমৃদ্ধ করতে হৃদয়ে সম্প্রীতি লালন করতে হবে : সাতক্ষীরায় সম্প্রীতি সংলাপে এমপি রবি
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সম্প্রীতি বাংলাদেশ এর উদ্যোগে শতবর্ষের পথে বঙ্গবন্ধু সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সম্প্রীতি বাংলাদেশ’র আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ’র আহŸায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘মানুষকে ভাল বাসতে হবে তাহলে সম্প্রীতির মেলবন্ধন অটুট থাকবে। দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে সম্প্রীতিকে হৃদয়ে লালন করতে হবে। সম্প্রীতির মাধ্যমে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাকে কাজ করতে হবে। আমরা বড় অকৃতজ্ঞ। আমরা ইতিহাসকে খুব সহজেই ভুলে যাই। স্বাধীনতা বিরোধীরা দেশের সঠিক ইতিহাসকে বিকৃত করেছিল। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে স্বাধীনতার সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরেছেন। জননেত্রী শেখ হাসিনার অবদান ভোলার নয়। আমরা সেই বীরের জাতি বিশ্বের মধ্যে আমরাই মাতৃভাষার জন্য জীবন দিয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে সকলকে সজাগ থাকার আহŸান এমপি রবি।’ 8,476,551 total views, 1,279 views today |
|
|
|