প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, শিক্ষিত যুবসমাজ চাকরি না পেয়ে উদ্যোক্তা হবেন, এমনটি নয়। চাকরির চেষ্টা না করে উদ্যোক্তা হবেন- এমনটাই প্রত্যাশা। মঙ্গলবার শহরের মিজান টাওয়ারে বিডার উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত নতুন উদ্যোক্তাদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। ‘এলডিসি থেকে উত্তরণ ও বঙ্গবন্ধুর ভূমিকা এবং ব্যবস্থাপনা দক্ষতা’ বিষয়ক এ প্রশিক্ষণে জেলা প্রশাসক আরও বলেন, উদ্যোক্তা হতে হলে কীভাবে পরিকল্পনা করতে হবে, কি ধরনের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তা চিহ্নিত করে সে সম্পর্কে জ্ঞান অর্জন পূর্বক এগিয়ে যেতে হবে। এতে উদ্যোগ সফল হবে, ব্যবসা ত্বরান্বিত হবে। এসময় আগামী ২২ ফেব্রæয়ারি শহরের তুফান কনভেনসন সেন্টারে উদ্যোক্তা মেলা করার ঘোষণা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিডা’র জেলা প্রশিক্ষণ সমন্বয়ক মো: রাশিদুল ইসলাম, আফিস সহায়ক শাহিন আলম শওকত হোসেন।
চাকরির চেষ্টা নয় শিক্ষিত যুবকদের উদ্যোক্তা হতে হবে : জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/