Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী মৃত্যুঞ্জয় চৌধুরীর সংবর্ধনা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বাংলাদশে অর্নূধ্ব-১৯ ক্রকিটে বশ্বিকাপজয়ী দলরে সদস্য সাতক্ষীরার কলারোয়ার ছেেল মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিজ চোখে দখোর সুযোগ এতোটুকু হাতছাড়া করিেন কলারোয়ার ক্রিকেট অনুরাগীরা। বাংলাদেশ অর্নূধ্ব-১৯ ক্রিকেট দলের প্রতিভাবান এই পেসারকে বরণ করে নিতে বৃহস্পতিবার কলারোয়া উপজলো পরিষদ চত্বরে নামে তারুণ্যরে ঢল। ব্যান্ড, বাদ্য-বাজনায় মুখরিত হয়ে যায় গোটা চত্বর। সুদূর দক্ষিণ আফ্রিকায় ভারতকে হারিয়ে আইসিসি-১৯ বিশ্বকাপ ট্রফি জিতে আসা দালের অন্যতম সদস্য কলারোয়ার ঘররে ছেলে মৃত্যুঞ্জয় চৌধুরীকে ঘিরে এক উৎসবমুখরতা ছড়িয়ে পড়ে। দুপুর পৌণে ১টার দিকে পিকআপ, মোটর বাইক ও মাইক্রোবাস শোভাযাত্রা সহকারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের অনুষ্ঠানস্থলে আসনে মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর শুরু হয় তরুণদের বাঁধভাঙা উচ্ছ্াস। র্স্মাটফোনে ছবি তোলা ও অটোগ্রাফ নিতে প্রত্যেকে ভীষণ আগ্রহী হয়ে পড়ে। তারুণ্যের এই উচ্ছ্াস ও স্বত:র্স্ফূততা জানিয়ে দিয়ে এ প্রজন্ম ক্রিকেটে ও ক্রিকেটারদের কতো ভালোবাসে।
উপজলো প্রশাসন আয়োজিত এই সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজলো পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজলো নর্বিাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে র্ফাস্ট বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী বলনে, দেশের হয়ে খেলতে পারাটা সত্যইি র্গবের। এলাকার মানুষের ভালোবাসা ও আর্শীবাদ থাকায় আমি ভালো পারর্ফম করতে পেরেছি। আশা করি আগামীতে আমি আরও ভালো কিছু করে দেখাতে পারবো। তিনি বলেন, বিশ্বকাপে ৩ টি ম্যাচ খেলার পর তিনি ইনজুরির কবলে পড়েন। তা না হলে তার র্অজনের ঝুলি আরও সমৃদ্ধ হতো বলে তার বিশ্বাস। বাংলাদেশে ফিরে আসার পর তার শোল্ডারের স্ক্যানিং করানো হয়েছে। তবে বেটার ট্রিটমেন্টের জন্য তাকে অস্ট্রেলিয়ায় যেতে হতে পারে বলে তিনি জানান। তিনি সকলের এই প্রাণঢালা ভালোবাসায় আপ¬ুত হয়ে বলেন, আপনাদের ভালোবাসা আছে বলেই ভালো খেলার প্রেরণা পাচ্ছি প্রতিনিয়ত। অনুষ্ঠানে পুস্পস্তাবকের পাশাপাশি উপজলো প্রশাসনের পক্ষ থেকে তাকে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এই সংর্বধনা অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলো উপজেলা ক্রীড়া সংস্থা, কলারোয়া ক্রিকেট একাডেমি, তুলসীডাঙ্গা ক্রিকেটে ক্লাব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজলো সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসনে, থানার অফিসার ইনর্চাজ শেখ মুনীর-উল-গীয়াস, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনরিুল ইসলাম মনি। ক্রীড়া সংগঠক শেখ শাহাজাহান আলি শাহিন ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরীর বড় ভাই ইমরুল হোসনে চৌধুরী, উপজেলা র্দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মোশাররফ হোসেন, প্রভাষক আরিফ মাহমুদ, এমএ সাজেদ, জুলফিকার আলী, ক্রীড়া ব্যক্তিত্ব রমজান আহমেদ, নাজমুল হাসনাঈন মিলন, উপজলো সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক শেখ রাফাত, ডা: রেজাউল করিম রেজা প্রমুখ। উল্লেখ্য, অর্নূধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য মৃত্যুঞ্জয় চৌধুরীর বাড়ি উপজলোর সীমান্তর্বতী হিজলদি গ্রামে। তার পিতার নাম মাস্টার তাহাজ্জদ হোসেন।
ছবির ক্যাপশান: কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী মৃত্যুঞ্জয় চৌধুরীবে সংবর্ধনা প্রদান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version