ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১টায়
উক্ত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘যারা প্রতিবন্ধীদের কল্যাণে সহযোগিতা করে তারা উদার ও ভাল মনের মানুষ। প্রতিবন্ধীরা এখন শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজে স্বাভাবিক মানুষের মত জীবন যাপন করছে এবং তাদের কর্মকান্ড দেখে আমরা এখন অবাক হয়ে যাই। আজকের এই অনুষ্ঠানে যে সব অতিথিবৃন্দ কোমলমতি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এসেছেন এবং যারা সহযোগিতা করেছেন সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।’
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ হারুন উর রশিদ, দেবাশীস সরদার, জ্যোৎস্না আরা, মোহাম্মদ আবু সায়ীদ, অফিসার মো. রুহুল আমিন, ফাতেমা তুজ-জোহরা, মো. মিজানুর রহমান, শেখ সহিদুর রহমান, মো. আজিজুর রহমান, শিক্ষক রফিকুল ইসলাম, আমিনুর রহমান উল্লাস, প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, মো. রেজাউল ইসলাম রেজা, সাংবাদিক দীলিপ কুমার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান, প্রসেনজিৎ, শুভেন্দু, কামরুজ্জামান, কাইয়ুম, রাজমিতা মন্ডল, হামিদা খাতুন, শারমিন নাহারসহ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বিকালে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক সাইফুর রহমান।
উদার ও ভাল মনের মানুষেরাই প্রতিবন্ধীদের কল্যাণে সহযোগিতা করে -এমপি রবি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/