পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পূর্ব শত্রæতার জেরে পৌর সদরের বাতিখালীতে মারপিট সহ সীমানা প্রাচীর ভাঙচুর ও ক্ষয়-ক্ষতির অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মামলাটি করেছেন লস্কর ইউনিয়ন আ’লীগের আহŸায়ক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সানা। এ ঘটনায় আনিছুদ্দৌলা টিপু (৪০) নামে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, পৌর সদরের বাতিখালীতে পুরাতন সিনেমা হলের সামনে স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও ভিলেজ পাইকগাছার মৃত আনসার উদ্দীন গাইনের ছেলে আনিছুদ্দৌলা টিপুর সাথে বাড়ির সীমানার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয়রা জানান, এ নিয়ে বসাবসি করে নিষ্পত্তি না হলে থানা পুলিশ পর্যন্ত গড়ায়। থানায় সালিশি বৈঠকের পরও বিরোধের নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে। এ সম্পর্কে গোলাম মোস্তফা সানা অভিযোগ করেছেন, টিপু আমার পরিবারের ছবি বিকৃত করে প্যানা টানিয়ে ভাব মূর্তি নষ্ট করেছে। সর্বশেষ মঙ্গলবার সকালে পুলিশি নির্দেশনা উপেক্ষা করে প্রাচীর সংলগ্ন জায়গা দখল চেষ্টা করে। এ সময় বাঁধা দেয়ার চেষ্টা করা হলে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিটসহ প্রাচীর ভাঙচুর ক্ষতি সাধন করে। এ ঘটনায় গোলাম মোস্তফা সানা বাদী হয়ে আনিছুদ্দৌলা টিপু, তার শ্বশুর মালথের শেখ মহিউদ্দীন ও ময়নুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং- ২৩। এ মামলায় আনিছুদ্দৌলাকে আটক করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা এস,আই লিয়াকত আলী জানিয়েছেন।
সীমানা প্রাচীর করে ক্ষয়-ক্ষতির অভিযোগে থানায় মামলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/