ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ ফেব্রæয়ারি) অধ্যক্ষ’র অফিস কক্ষে সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে কলেজ ম্যানেজিং কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মাণ, সিটি কলেজ জামে মসজিদের জন্য ব্যাংকে হিসাব খোলা প্রসঙ্গসহ সার্বিক শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষাসহ বিস্তারিত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরো বক্তব্য রাখেন সদস্য মকসুমুল হাকিম, মাস্টার মফিজুর রহমান, মো. ওবায়দুর রহমান, কৃষ্ণপদ সরকার, মো. বেলাল হোসেন, আশরাফুন্নাহার মনি, অ্যাড. রফিকুল ইসলাম, প্রেম দাস ও অধ্যক্ষ মো. আবু সাঈদ প্রমুখ। এসময় সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।