ফেব্রুয়ারি ১, ২০২০
সাংবাদিক মিথুন মাহফুজ’র মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক
![]() সাংবাদিক মাহফুজুর রহমান মিথুন (মিথুন মাহফুজ) মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে মৃত্যুবরণ করেন তিনি। মিথুন মাহফুজ দৈনিক আমাদের সময় পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তারা দুই ভাই রাজধানীর মহানগর প্রোজেক্টে একটি বাসায় একসঙ্গে থাকতেন। তাদের পরিবার গ্রামের বাড়িতে থাকত। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। লতিফুর রহমান বলেন, ‘সকাল ৮টা পর্যন্ত ভাইয়ের সঙ্গে কথা বলেছি। হঠাৎ ৯টার দিকে দেখি ভাই কথা বলছে না। পরে অ্যাম্বুলেন্সে করে ১০টা ২০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার ঘণ্টা খানেক আগেই তার মৃত্যু হয়েছে। মিথুন মাহফুজের মৃত্যুতে তার কর্মস্থল ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মিথুন মাহফুজের প্রথম জানাজা দুপুর ১২টা ৪০ মিনিটে তেজগাঁও শিল্প এলাকায় দৈনিক আমাদের সময় পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাদ জোহর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার দ্বিতীয় জানাজা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থসম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। 6,208,027 total views, 3,158 views today |
|
|
|