ফেব্রুয়ারি ৬, ২০২০
শ্যামনগর ষাণ্নাসিক ইউজেডডিএমসি সভা অনুষ্ঠিত
![]()
শ্যামনগর অফিস: শ্যামনগরে পরিবার ও সমাজ পর্যায় ঘূর্ণিঝড় প্রস্তুতি (এফসিসিপি-২) প্রকল্পের ষাণ¥াসিক ইউজেডডিএমসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সিকোর্শ ক্যাথলিক ও কারিতাস ফ্রান্স অর্থায়নে, এফসিসিপি-২ প্রকল্প কারিতাস খুলনা অঞ্চল বাংলাদেশ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন খালেদা আইয়ুব ডলি, শাহিনুল ইসলাম, দেবী রঞ্জন মন্ডল, জি,এম, আকবর কবীর, মি. শিপলু মন্ডল, ইউপি চেয়ারম্যান বৃন্দ ও প্রকল্পের এনিমেটরগণ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে দুর্যোগ পূর্ব, দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী বিষয় সহ প্রকল্পের ষান্মাসিক নানাবিধ বিষয় স্থান পায়। 6,247,939 total views, 1,757 views today |
|
|
|