ফেব্রুয়ারি ২, ২০২০
শোভনালীতে মানব পাচার প্রতিরোধে ক্যাম্পেইন
![]() আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শোভনালীতে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আশাশুনি পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে, স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাইকা’র সহায়তায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, উন্নয়ন প্রকল্প কর্মকর্তা দেবু বিশ্বাস প্রমুখ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিএম আল ফারুক, সমীয় রায়, জিএম মুজিবুর রহমান, এসকে হাসান, শেখ বাদশা, মইনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ। বক্তারা বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা মূলক আলোচনা করেন। 6,238,495 total views, 1,706 views today |
|
|
|