এম ওসমান :: যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে বেশি দামে মাংস বিক্রির অভিযোগে ৭ মাংস ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম এ অভিযান পরিচাল করেন। অভিযান পরিচালনা কালে তিনি নাভারণ বাজারের মাংস ব্যবসায়ী মশিয়ার রহমান, লালন, মফিজুল ইসলাম, সোহেল রানা, হাবিবুর রহমান, সাইদুল ইসলাম ও হযরত আলীকে পৃথক ভাবে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম জানান, সম্প্রতি নাভারণ বাজারের মাংসের দোকানে বেশি দামে মাংস বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে এই অভিযান।
সবাইকে আগামী ১সপ্তাহের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন করার আদেশ দেওয়াসহ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সকল অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/