দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে সার, বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বরে সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। এসময় ৬০০ জন কৃষকের মাঝে সার, বীজ প্রদান করা হয়।