ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে আট দলীয় চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী) রাতে ফিংড়ী ইউনিয়ন পরিষদ মাঠে এ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ও পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, স্যামুয়েল ফেরদৌস পলাশ, শেখ মনিরুল হোসেন মাসুম, লুৎফর রহমান, রাজ্যশ্বর দাশ, শেখ মোনায়েম হোসেন, নেতা অজয় দাশ, মেজবাউদ্দীন টপি, শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, আলামিন রোকন, মিজানুর রহমান, আব্দুর রকিব ঢালী, মহাদেব কুমার ঘোষ প্রমুখ। খেলার ফাইনালে টাউন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফিংড়ী ইউপি চেয়ারম্যান দল চ্যাম্পিয়ন হয়।