ফেব্রুয়ারি ৪, ২০২০
পৈতৃক সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় দেশ ছাড়ার হুমকি ধামকি দিয়ে পৈতৃক সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের মৃত নকুল মন্ডলের ছেলে প্রসাদ মন্ডল। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতার পৈতৃক সম্পত্তি আশাশুনি উপজেলাধীন বড়দল ইউনিয়নের ফকরাবাদ মৌজার সি,এস ২৮৭ নং খতিয়ানের মালিক লাল চাঁদ মন্ডল ও শিবনাথ মন্ডলদ্বয় অত্র খতিয়ানের ২৮১/১১১১ ও ২৮১/১১১২ দাগে ২১ শতক করে ৪২ শতক জমি চিহ্নিত দখলিকার থাকে ও আমাদের আপন ঠাকুর দাদা হচ্ছে। সাবেক মালিক শিবনাথের মৃত্যুর পর তার অংশের জমি জনৈক শৈল বালার কাছে বিক্রি করলেও নিজের ঠাকু দাদার জমি বিধায় অর্থকষ্ট করে আমরা যথাক্রমে ইং ১৭/০৫/১৯৭৭ তারিখে ৩৭৬১ নং কোবালা দলিল ও ০৬/০৭/১৯৯২ তারিখে কোবালা দলিল মূলে খরিদ করত. ডিপি ১৬২৮ ও ১৩৩৬ নং খতিয়ানের ৪২ শতক জমির সন সন খাজনার দাখিলা প্রদান করে দীর্ঘ ৪০/৪৫ বৎসর ভোগ দখলিকারে আছি। এছাড়াও উক্ত জমি এজমালী সম্পত্তি হওয়ায় আশাশুনি সহকারী জজ আদালত, সাতক্ষীরায় ১৯/০৭/২০০৭ তারিখে দেং ৭৮/২০০৭ নং পার্টিশন মামলা দায়ের করি, যা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া উক্ত জমি নিয়ে আদালতে ৭৩২/১৯ পিটি ধারা-১৪৫ ফৌজদারি কার্যবিধি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাতে কোন প্রকার শান্তি-শৃঙ্খলা বিঘিœত না হয়। তিনি অভিযোগ করে বলেন, একই এলাকার জামায়াতের এজেন্ডা বাস্তবায়নকারী মৃত গফফার গাজীর পুত্র নুরুল আমিন আমাদের দীর্ঘ ৪০/৪৫ বছরের ভোগ দখলকৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা করে আসছে। তিনি বলেন, আমরা যাতে আমাদের বাব দাদার পৈতৃক সম্পত্তি রক্ষা ও নুরুল বাহিনীর হাত থেকে পরিত্রাণ পেয়ে এলাকায় স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। 6,202,644 total views, 2,041 views today |
|
|
|