ফেব্রুয়ারি ২৮, ২০২০
পাইকগাছা শ্লোগান নামক সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ
![]() পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা শ্লোগান নামে একটি সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌরসভার রোজবাড কিন্ডার গার্টেন স্কুলে গাজী আজমল হোসেনকে আহŸায়ক ও প্রভাষক নিখিল চন্দ্র মন্ডলকে সদস্য সচিব করে ১৫ সদস্যের আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম-আহŸায়ক নিহার রঞ্জন ভদ্র, প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল, ভুদেব চন্দ্র মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, জি.এ গফুর, এন. ইসলাম সাগর, প্রভাষক সীমান্ত বিশ্বাস, এম.এম. আহসান উদ্দীন, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, প্রদীপ মন্ডল, অয়ন মুখার্জী। মুজিব বর্ষ উপলক্ষে ২২ মার্চ পৌরসভার শহীদ মিনার চত্বরে অসাম্প্রদায়িক বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 2,587,638 total views, 728 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|