পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আরআরএফ-এর উদ্যোগে পিকেএসএফ-এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির অধীনে গাইনী বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দেয়া হয়। ক্যাম্পের উদ্বোধন করেন শাখা ব্যবস্থাপক মনিশংকর মন্ডল। চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডা. ইয়াসমিন সুলতানা এ্যানি ও ডা. দোলা সাধু। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন, শেখ আরিফুর রহমান, মো. ইখলাছুর রহমান, প্রিতম সাহা, উজ্জ্বল মল্লিক, স্বাস্থ্য কর্মী জেসমিন আক্তার ও নাজরিন নাহার। এ সময় ১৮৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
5,019,772 total views, 1,315 views today