ফেব্রুয়ারি ১৬, ২০২০
পাইকগাছায় পারিবারিক বিরোধে মারপিটের হুমকি
![]() পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পারিবারিক বিরোধে মারপিট, মাছ মেরে ফেলাসহ থানায় পাল্টাপাল্টি মামলার জেরে আত্মীয়-স্বজনদেরকে হুমকিসহ মারপিটের শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে উপজেলার লস্কর ইউপির খড়িয়া খাল ধারের পূর্ব পাড়ে এ অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। জানা গেছে, সম্প্রতি চিংড়ি ঘেরের বাঁধ কাটার অভিযোগ ও ঘেরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগে খড়িয়া খালপাড়ের সঞ্জয় মন্ডল ও প্রতিপক্ষ অনিমেশ মন্ডলদের মধ্যে মারপিটের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। সর্বশেষ অনিমেশ মন্ডলের শ্যালক কয়রা উপজেলার মালিখালী গ্রামের রাহুল কান্তি সানার ছেলে বাদল কান্তি সানা অভিযোগ করেছেন, ঘটনার সময়ে আমার বোনের বাড়ি যাওয়ার পথে সঞ্জয় মন্ডল, হরিপদ মন্ডল, অমল মন্ডলসহ পরিবারের মহিলারা আমার গতিরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ, হুমকি ও মারপিট করতে উদ্যত হয়। এক পর্যায়ে স্থানীয়রা এসে আমাকে রক্ষা করে। এ ঘটনায় শনিবার বাদল বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৬৮০) নথিভ‚ক্ত করা হয়েছে। 2,587,371 total views, 461 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|