ফেব্রুয়ারি ১, ২০২০
পাইকগাছায় দুর্বৃত্তের হামলায় মহিলাসহ আহত ৩
![]() পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় দুর্বৃত্তরা বাড়িতে হামলা চালিয়ে লুঠপাট, ভাঙচুর, চুরি ও মারপিট করে মহিলাসহ ৩ জনকে জখম করেছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে, আদালতে ৬ জনের নামে মামলা হয়েছে। ঘটনাটি উপজেলার উত্তর সলুয়া গ্রামে। জানাযায়, উপজেলা উত্তর সলুয়া গ্রামের আব্দুর সবুর শেখ ও ফয়েজ উদ্দীন মোড়লের সহিত দীর্ঘদিন জায়গাজমি নিয়ে গোলমাল গোলোযোগ চলছিল। তারই জের ধরে প্রতিপক্ষ ফয়েজ উদ্দীন মোড়লের পুত্র সাইদ,হালিম,হামিদ,মাহিদ ও সবুরের পুত্র লতিফ মঙ্গলবার দলবদ্ধ হয়ে বাড়িতে হামলা চালায়। এব্যাপারে মো: আব্দুর সবুর শেখ বাদী হয়ে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাহিদ মোড়লকে ১নং আসামি করে ৬ জনের নাম উলে¬খ পূর্বক এক মামলা করেছে। বিজ্ঞ আদালত বৃহস্পতিবার মামলাটি শুনানিন্তে ওসি পাইকগাছা থানাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী আব্দুর সবুর শেখ বলেন,যেহেতু আসামিরা দুর্দান্ত গুন্ডা প্রকৃতির লোক। তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। 6,223,046 total views, 1,109 views today |
|
|
|