পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আলেয়া হত্যাকান্ডে আটক মিজান মোড়ল সহ ৩জনকে আদালত জেলহাজতে প্রেরণ করেছেন। এ ঘটনায় মিজান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলে পুলিশ জানিয়েছেন। সোমবার দুপুরে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানা গেছে। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম জানান, মিজানের তথ্যমতে শ্রীকণ্ঠপুরের অজিয়ার ও আসানুরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে এ মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে মামলার বাদী নিহত আলেয়ার ছেলে বুধবার আদালত চত্বরে আলমগীর তার মা’র হত্যাকান্ডে আসানুর ও অজিয়ারের সম্পৃক্ততার ঘটনাটি বিস্ময় প্রকাশ করে ভিন্নমত দিয়েছেন। ওসি এমদাদুল হক শেখ এ হত্যা মামলার ক্লু উদ্ধারের তথ্য দিয়ে মিঠু নামে একজন সহ ইন্ধন দাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।
পাইকগাছায় আলেয়া হত্যাকান্ডে জেলহাজতে-৩
https://www.facebook.com/dailysuprovatsatkhira/