Site icon suprovatsatkhira.com

পাইকগাছার দেলুটিতে গ্রাম আদালতে চলমান কর্মসূচি

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার দেলুটিতে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প টি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ। মাঠ পর্যায় সহযোগিতা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা- ওয়েভ ফাউন্ডেশন। দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রমের অংশ হিসেবে এদেশের সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমে স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রæত এবং স্বচ্ছতার সাথে বিরোধ নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত আছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version