ফেব্রুয়ারি ৪, ২০২০
নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করলেন ঠিকাদারি প্রতিষ্ঠান। মঙ্গলবার উপজেলা পরিষদের পার্শ্ববর্তী নবনির্মিত এ ভবন আনুষ্ঠানিক ভাবে হস্তন্তর করা হয়। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণিসহ অন্যান্যদের উপস্থিতে হস্তান্তর করা হয়। ভবন নির্মাণের বিভিন্ন বিষয় তদারকির পাশাপাশি সমস্যাগুলো চিহ্নিত করে দ্রæত সমাধানের নির্দেশ দেন উপজেলা চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সবুজ, শরীফ মো: তিতু মীর, রথীন্দ্র নাথ হালদার, আব্দুর রউফসহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রæতি অনুযায়ী দেশের সব উপজেলায় প্রায় ২ কোটি টাকা ব্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে। তারই আলোকে দেবহাটায় এ ভবন নির্মাণ হওয়ায় এখানে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য সুপার মার্কেট ও কমপ্লেক্স নির্মিত হয়েছে। 6,208,326 total views, 3,457 views today |
|
|
|