নওয়াপাড়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার নওয়াপাড়ায় আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ফেব্রæয়ারী) উপজেলার নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আনন্দঘন পরিবেশে এ সদস্য সংগ্রহ ও নবায়ণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাহমুদুল হক লাভলু, আলমগীর হোসেন সাহেব আলী। কাছেদ গাজীর সভাপতিত্বে এবং মনিরুজ্জামান মনির পরিচালনায় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, মোক্তার আলী, গৌতম রায়সহ তাপস রায়, আকতার হোসেন ডাবলু, মুকুল হোসেন প্রমুখ । এ ছাড়া শনিবার বিকাল ৪ টায় ঘোনাপাড়া ক্যাডেট স্কুলে সামছুর রহমানের সভাপতিত্বে এবং মাহমুদ গাজীর পরিচালনায় এবং পরে মোমিন গাজীর সভাপতিত্বে আক্তার আলীর পরিচালনায় জাক জমকপূর্ণভাবে অতিথিরা এ কর্মসূচীর উদ্বোধন করেন।