ফেব্রুয়ারি ৫, ২০২০
দেবহাটায় পুলিশের অভিযানে ৫ আসামি আটক
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টের ৫ আসামি আটক হয়েছে। থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই হেকমত আলী ও এএসআই সুজিত কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে জিআর ১০৩/১৬ মামলার আসামি দেবহাটা উপজেলার বহেরা গ্রামের গোলাম রহমানের ছেলে আজিয়ার রহমান ওরফে আলীম (৪০), জিআর ১০৩/১৬ মামলার আসামি পুষ্পকাটি গ্রামের ওমর আলী গাজীর ছেলে পলাশ গাজী (৩৮), জিআর ১২১/১৬ মামলার আসামি বালিয়াডাঙ্গা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে আবুল কাশেম (৩৫), জিআর ৮৭/১৯ মামলার আসামি দক্ষিণ পারুলিয়া গ্রামের রুস্তম গাজীর ছেলে খায়রুল ইসলাম (৩২) ও জিআর ৯৫/১৯ মামলার আসামি মাঝ সখিপুর গ্রামের মৃত শাহাজ উদ্দীন গাজীর ছেলে আব্দুল করিম (৫৪) কে আটক করেন। তাদেরকে আদালতের মাধ্যমে বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 6,208,189 total views, 3,320 views today |
|
|
|