দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কুরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মাঘরী জামে মসজিদে উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সবুজ, খতিব হাফেজ আব্দুস সত্তার, হারুন অর রশীদ, বাবুর আলী মন্ডল, মোস্তাফিজুর রহমান বাবু, আশরাফুল ইসলাম, সাবুর আলী সরদারসহ আরো অনেকে। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, ইসলাম ধর্ম প্রচার ও ধর্মীয় শিক্ষার প্রসার করতে উপজেলার বিভিন্ন মসজিদের আলোকে কুরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্যক্রম চালু রাখতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের আহŸান জানান। একই সাথে নামাজ কায়েম করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।