দরগাহপুর প্রতিনিধি : আশাশুনির দরগাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মিরাজ আলীর শাশুড়ি ও দরগাহপুর গ্রামের মৃত শেখ মহিনুর রহমান মন্টুর স্ত্রী মনোয়ারা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ১ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। সোমবার দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে জোহর নামাজের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজা নামাজ পরিচালনা করেন দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাও. শেখ আব্দুল হান্নান ও মোনাজাত পরিচালনা করেন দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও.শেখ মনিরুজ্জামান।