ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জি-ফুলবাড়ি দরগাহ শরীফে ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা আশেকে এলাহি আশেকে রাসূল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব আরিফ বিল্লাহ হযরত শাহ্ ছুফী খাঁন আতিয়ূর রহমান (র:) এর ৩৮ তম বার্ষিক ৩ দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফ আজ থেকে শুরু হচ্ছে। প্রতিবছরের ন্যায় ইং ৪, ৫ ও ৬ ফেব্রæয়ারি, বাং ২২, ২৩ ও ২৪ শে মাঘ এ পবিত্র ওরছ শরীফ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় খান আতিয়ূর রহমান আদর্শ মিশনের সার্বিক ব্যবস্থাপনায় জি-ফুলবাড়ি দরগাহ শরীফ (গোবরদাড়ী) প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। উক্ত ওরছ শরীফে হাজির হওয়ার জন্য কেন্দ্রীয় খান আতিয়ূর রহমান আদর্শ মিশন কর্তৃপক্ষ সকলকে আহবান জানিয়েছেন।