পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক-জুয়া ও বাল্য বিবাহ প্রতিরোধে গড়ইখালীতে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গড়ইখালী বাজারস্থ সাইক্লোন শেল্টারে ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরুর সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। প্রধান বক্তা ছিলেন কমিউনিটি পুলিশিং ফোরামের দায়িত্বরত ইন্সপেক্টর (অপারেশন) শাহিনুর রহমান শাহিন। বিশেষ অতিথি ছিলেন, মো. আশরাফুল আলম, আব্দুস সাত্তার গাজী, এস,আই প্রকাশ সরকার, শেখ আবু হানিফ, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক গাজী। প্রভাষক ইমতিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, আইয়ুব আলী গাজী, আবুল কালাম, তরিকুল ইসলাম সানা, তৌহিদুজ্জামান সম্রাট, মানবেন্দ্র নাথ মন্ডল, খান আসাদুজ্জামান, সুকুমার মন্ডল, প্রভাষক মুস্তাফিজুর রহমান, শিক্ষক হাফিজুর রহমান, শফি মোড়ল, জি,এম, বেলাল হোসেন, ইব্রাহিম গাজী, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।
গড়ইখালীতে পুলিশিং ফোরাম’র মতবিনিময় সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/