কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটার কুলিয়ায় পিচের রাস্তায় উপরে ইট ভাটার মাটি থেকে সৃষ্ট কাদায় পিছলে একদিনে একাধিক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) হালকা বর্ষার কারণে রাস্তায় মানব-সৃষ্ট কাদায় পড়ে আহত হতে হয়েছে তাদের। কুলিয়ার বিসমিল্লাহ বিক্সসের সামনে, পুষ্পকাটি ভাটা, বহেরা বাজার, কুলিয়া বাজার সহ বিভিন্ন স্থানে ভাটার মাটিতে পাকা রাস্তায় কাদা সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় যেখানে তৎপর সেখানে কিছু লোক সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য চক্রান্ত চালাচ্ছে নিজেদের স্বার্থের জন্য’। স্থানীয় ভুক্তভোগীরা জানায়, ‘কিছু করার নাই, কারণ প্রভাবশালী ব্যক্তিরা তাদের সাধ্য পূরণের জন্য হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলছে। বর্তমানে রাস্তাটিতে পায়ে হেঁটে গেলেও মানুষ পড়ে যাবে এমন অবস্থা। গত ৩০ জানুয়ারিতেও এই এলাকায় এমন ঘটনা ঘটেছে তবুও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাছাড়া ইট ভাটায় মাটি নিয়ে যাওয়ার ফলে রাস্তাটির এমন বেহাল দশা হয়েছে। অবৈধ ডাম্পার গাড়িতে মাটি বহনের ফলে রাস্তার উপর মাটি পড়ে রাস্তাটি নেউল কাদায় পরিণত হয়েছে। যে কারণে দুর্ঘটনার কবলে পড়ছে মোটরসাইকেল আরোহীরা। স্থানীয়রা আরও জানায়, ‘বর্তমানে এটা রাস্তা নয় মরণ ফাঁদ। রোদের সময় ধুলোবালি আর বৃষ্টির সময় কাদার কারণে জন দুর্ভোগে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। উক্ত বিষয়ে দ্রæত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি এলাকাবাসীর।
কুলিয়ায় ভাটার মাটিতে পিচের রাস্তায় কাদা: পিছলে পড়ে একাধিক মোটরসাইকেল আরোহী আহত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/