ফেব্রুয়ারি ২, ২০২০
কুলিয়ায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান
![]() কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় অবৈধ যানবাহন ও লাইসেন্স পরীক্ষা করলেন দেবহাটা থানার পুলিশ কর্মকর্তাসহ সাতক্ষীরা ট্রাফিক পুলিশ। ড্রাইভিং লাইসেন্স না থাকলে মামলা আর গাড়ির কাগজপত্র না থাকলে আটক করা হচ্ছে যানবাহন। রবিবার (২ফেব্রæয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত চলে পুলিশের এই অভিযান। এদিকে, অভিযান শুরুর পর থেকে উপজেলার কুলিয়ায় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলা হয়েছে ২৫টি যানবাহনের বিরুদ্ধে। এ অভিযানকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী ও এলাকার সচেতনমহল। এক শিক্ষার্থী জানান, সড়কে বের হওয়ার পর বাসায় ফিরতে পারব কিনা এ নিশ্চয়তা নেই। বাস, ট্রাক চালকরা এতো বেপরোয়া, অবৈধ যানবাহনের ছড়াছড়ি। ইঞ্জিন ভ্যান, মাহেন্দ্র, ইজিবাইক অনেকের লাইসেন্স নেই। প্রতিনিয়ত সড়কে মৃত্যু হচ্ছে মানুষের। এর থেকে পরিত্রাণ চাই আমরা। সার্জেন্ট মামুন হোসেন বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ট্রাফিক পুলিশের একটি চলমান প্রক্রিয়া। এখন থেকে অবৈধ যান ও যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স চেকিং আরও জোরদার করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। এসময় টিআই হারুনর রশিদ, মমিন, হাসান মল্লিক ও দেবহাটা থানার এস.আই হানিফ সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন। এসময় তারা সকলের অবগতি ও সচেতনের জন্য বিভিন্ন প্রচারণা চালান। 6,222,784 total views, 847 views today |
|
|
|