ডেস্ক রিপোর্ট: ২০১৯-২০ অর্থবছরে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদানের লক্ষে সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও আলিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপি রবি বলেন, ‘স্বচ্ছতার ভিত্তিতে উন্মুক্তভাবে বিভিন্ন ভাতাভোগী বাছাই করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাসী। জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের ভাতার আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই সাথে সকল ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন।’বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, শেখ হারুন উর রশিদ, মকসুমুল হাকিম, অধ্যক্ষ আজিজুর রহমান, মোহাম্মদ আবু সায়ীদ, সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, কামরুল ইসলাম, প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার প্রমুখ। আলিপুর ইউনিয়নে ১১শ’ বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন নিয়ে সমবেত হয়। ১ম কোটায় ৩শ’ জনকে এবং পরবর্তীতে ২য় কোটায় আরো ৩শ’ জনকে ভাতা দেওয়া হবে। পর্যায়ক্রমে সকল প্রাপ্য মানুষকে ভাতাভোগীর আওতায় আনা হবে। তবে সকল প্রতিবন্ধীকে ভাতার আওতায় নেয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলিপুর ইউনিয়নের সচিব কাঞ্চন কুমার দে।
উন্মুক্তভাবে স্বচ্ছ ভাতাভোগী বাছাই করতে হবে-এমপি রবি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/