আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সোমবার (৩ ফেব্রæয়ারি) দুপুরে দলীয় অস্থায়ী কার্যালয়ে প্রথম দিনের পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স, রুলার, কলম ও পরীক্ষার রুটিন বিতরণ করা হয়। এসব উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীন রহমান রাজ, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলামিন হোসেন, যুগ্ম-সম্পাদক সাইমুন ইসলাম তারিক, ছাত্রলীগ নেতা শান্ত, সাহারুল ইসলাম, মিজানসহ উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।