জানুয়ারি ৩১, ২০২০
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ শিক্ষার্থী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে
খুলনা প্রতিনিধি : খুলনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ শিক্ষার্থী ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় গিলাতলা ল্যাটেক্স প্ল্যান্ট এর সামনে গিলাতলা মীরপাড়ার সৈয়দ আজিমুলের ছেলে ও বয়রা ম্যানগ্রোভ ইনস্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র মো: দীন ইসলাম (১৯) ও তার বন্ধু একই এলাকার আঃ সালামের ছেলে বিএল কলেজ শিক্ষার্থী মো: রিফাত মোটরসাইকেল যোগে শিরোমণি বাজারে আসার পথে গিলাতলা ল্যাটেক্স প্ল্যান্টের সামনে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ২৯ জানুয়ারি খুমেক হাসপাতাল থেকে ঢাকা গ্রীনহাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ৭ টায় তার মৃত্যু হয়। গতকাল বাদ আছর তার মরদেহ আটরা গিলাতলার মীরপাড়ায় এসে পৌঁছালে স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খানজাহান আলী থানার এসআই মো: রোকনুজ্জামান মরদেহের সুরতহাল রিপোর্ট করছিলেন। উল্লেখ্য স্থানীয় বাসিন্দা মো: রবিউল ইসলাম বলেন মহাসড়কের পাশে অবৈধ ভাবে ইট, বালু , খোয়া বোঝাই ট্রাক প্রতিনিয়ত লোড আনলোড করাতে এই এলাকায় দুর্ঘটনা ঘটেই চলেছে। অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নজর না দিলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 8,562,052 total views, 757 views today |
|
|
|