ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় আরিফুল (১৪) নামের এক শিশু ট্রাক চাপায় নিহত হয়েছে। বৃস্পতিবার (২ জানুয়ারি) সকালে ঝাউডাঙ্গা গোবিন্দকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম গোবিন্দকাটি গ্রামের আরিজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানানা, আরিফুল সকাল ১০ টার দিকে ঝাউডাঙ্গা বাজার থেকে সাইকেল চড়ে বাড়ি ফেরার পথে গোবিন্দকাটি মোড় পৌঁছালে পিছন দিক থেকে আসা ঢাকা মেট্রো ট (১৮-০১৭৭) ট্রাক তাকে ধাক্কা দিলে সাইকেল সহ পিছনের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক ড্রাইভার পালানোর স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।