খাজরা(আশাশুনি)প্রতিনিধি : আশাশুনির খাজরায় কমিউনিটি লেড টোটাল স্যানিটেশন সদস্যদের ওরিয়েনন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিসেফের আর্থিক সহযোগিতায় এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করে ইপিআরসির ওয়াস প্রকল্প। ইপিআরসির রাশিদুল আলমের সভাপতিত্বে ও ওয়াস প্রকল্পে ওয়াস মোটিভেটর মাসুদুর রহমানের সঞ্চলনায় ওরিয়েনন্টেশনে বক্তব্য রাখেন ইউপি সদস্য তহমিনা খাতুন, ওয়াস প্রকল্পের ইউনিয়ন সুপার ভাইজার খন্দকার রায়হান উদ্দীন, সুপ্রিয়া,নীলমাধব চক্রবর্তী, আবু মুসা, ফয়সাল, শহিদুল প্রমুখ। এদিন খাজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোয়ালডাঙ্গা ও দূর্গাপুর গ্রামকে শতভাগ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যহারকারী গ্রাম হিসেবে ঘোষণা করা হয়।
8,766,184 total views, 6,744 views today