Site icon suprovatsatkhira.com

সাব-রেজিস্টার পার্থ প্রতিমের জামিন আবেদন না-মঞ্জুর

ডেস্ক রিপোর্ট: লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের দায়েরকৃত মামলায় শ্যামনগরের ভারপ্রাপ্ত সাব-রেজিস্টার পার্থ প্রতিম মূখার্জীর জামিন আবেদন না-মঞ্জুর করেছেন সাতক্ষীরার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এবং দায়রা জজ শেখ মফিজুর রহমান। বৃহস্পতিবার স্পেশাল ২৯/১৯ নম্বর ওই মামলায় সাব-রেজিস্টার পার্থ প্রতিমের পক্ষে জামিন শুনানি করেন অ্যাড. এম শাহ আলম। এছাড়া দুদকের পক্ষে শুনানি করেন অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু। উল্লেখ্য, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সাংসদ এইচ এম গোলাম রেজা জনৈক শফিকুল ইসলাম গাজীসহ ১০ জনের নিকট হতে ১ একর ২ শতক জমি ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হন। উক্ত জমির রেজিস্ট্রি সম্পাদনের জন্য সাবেক ওই সাংসদের নিকট শ্যামনগরের সাব-রেজিস্টার অজয় সাহা ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। এ ঘটনায় সাবেক সাংসদ গোলাম রেজা শ্যামনগর থানায় একটি জিডি করেন। তার পর থেকে সাব-রেজিস্টার অজয় সাহাকে আর ওই অফিসে দেখা যায়নি। পরে দেবহাটার সাব-রেজিস্টার পার্থ প্রতিম মূখার্জীকে শ্যামনগরের অতিরিক্ত দায়িত্বে দেওয়া হয়। তিনিও ওই জমি রেজিস্ট্রি করতে সরকারি খরচ ছাড়াও অতিরিক্ত ২ লাখ টাকা ঘুষ দাবি করেন সাবেক ওই সাংসদ’র ভাগ্নে ফজলুল হকের কাছে। শেষ মেশ বাধ্য হয়ে অনিচ্ছা স্বত্বেও ১ লাখ টাকায় রফা হয় এবং কমিশনে সাব-রেজিস্টারের সাতক্ষীরার ভাড়া বাসায় বসে উক্ত জমি রেজিস্ট্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি গোপনে দুদককে অভিযোগ করেন ফজলুল হক। যথা সময়ে জমিটি রেজিস্ট্রিও হয় এবং টাকা লেন দেনের পর পরই দুদকের ফাঁস জালে আটকা পড়ে সাব-রেজিস্টার পার্থ প্রতিম মূখার্জী। ওই ঘটনায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ-পরিচালক মো. নাজমুল হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version