Site icon suprovatsatkhira.com

সরকারি খাস সম্পত্তি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার ভৈরবঘাটায় সরকারি খাস সম্পত্তি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজিমুছার নুর ইসলাম খা বন্দোবস্তকৃত ও ডিডকৃত খাস সম্পত্তিতে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের করে আসছেন। এ সম্পত্তি নিয়ে বন্দোবস্ত দাবি করে কাশেম গাজী ও খায়রুলদের মধ্যে বিরোধ চলে আসছিল। যার প্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি নুর ইসলাম খা এম.আর ১৭/২০ নং মামলা দায়ের করেন। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বসাবসি করেও সমাধান মেলেনি। স্থানীয় ইউপি সদস্যসহ প্রভাবশালীরা দু’পক্ষকে ইন্ধন জুগিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে প্রতিপক্ষ কাশেম গাজীরা বিরোধপূর্ণ জমিতে বাসা বাড়ি বাঁধতে গেলে নুরইসলাম খা বাঁধা দেয়। এ সময় মারামারিতে মুজিবর, ইসলাম, নুর ইসলাম, গফফার ও প্রতিপক্ষ কাশেম গাজী এবং ঠেকাতে এসে তপন শিকারীর স্ত্রী বুলু রানীও আহত হয়। এরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version