Site icon suprovatsatkhira.com

সম্পত্তির দাবি করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: ইটাগাছায় সম্পত্তি বুঝে পাওয়ার প্রায় ৩৫ বছর পরে সম্পত্তির দাবি করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইটাগাছা গ্রামের মৃত. শওকত আলীর ছেলে মামুন হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের পিতা মৃত শওকত আলী বিগত ৮৪ সালে পলাশপোল মৌজায় এস এ ২৭৫২ নং খতিয়ানে সমির রায় দিং এর কাছ থেকে ৪৬ ও চাচা নুর নূরুল ইসলাম ৪৬ শতক সম্পত্তি দুটি দলিলে মোট ৯২ শতক সম্পত্তি ক্রয় করেন। উক্ত শওকত ও নূরুল ইসলাম মিলে ১৯৮৫ সালে তার চাচাতো চাচা জিয়াদ আলী মোল্লার নিকট ৫কাঠা জমি বিক্রয় করেন। জিয়াদ আলী মোল্লা সম্পত্তি ক্রয়ের পর উক্ত ৫ কাঠা জমির দখল বুঝে নেন এবং সেখানে পাকা ঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকেন। উক্ত জিয়াদ মৃত্যুর পূর্বে তার দুই পুত্র ১. ওয়াজেদ আলী মোল্লা ২. আব্দুল কাদের মোল্লা, ৪ কন্যা রাশিদা, জাহানারা, মোনোয়ারা, ফরিদা ও ১ স্ত্রীর সম্মতিতে এবং উপস্থিতিতে উক্ত ৫ কাঠা জমি বড় পুত্রের নামে ২ কাঠা এবং ছোট পুত্রের নামে ৩কাঠা লিখে দেন। এরপর থেকে দীর্ঘ প্রায় ১৬/১৭ বছর শান্তিপূর্ণভাবে উক্ত সম্পত্তি জিয়াদ আলীর দুই ছেলে ওয়াজেদ আলী মোল্লা এবং আব্দুল কাদের ভোগদখলে আছেন। আমার পিতা শওকত আলী এবং নুরুল ইসলামের ওয়ারেশগণ বাকি ৮৩.৭৫ শতক সম্পত্তি শওকাত আলীর ওয়ারেশ এবং নুরুল ইসলামের ওয়ারেশদের নামে মাঠ জরিপ রেকর্ডও সম্পন্ন করে ভোগ দখল থাকা অবস্থায় শওকাত আলীর ওয়ারেশগণ ৪.৮০ শতক সম্পত্তি বিক্রয়ের ঘোষণা করলে মাগুরা গ্রামে সনাতন সাধুর পুত্র মহাদেব সাধু উক্ত সম্পত্তি ক্রয়ের ইচ্ছা পোষণ করেন। সে সময় মহাদেব সাধুর সাথে মূল নির্ধারণ পূর্বক জমি ক্রয়ের জন্য জমি রেজিস্ট্রির দুই মাস পূর্বে উক্ত জমি আমীন দিয়ে মাপ জরিপ করে সীমানা নির্দ্ধারণ পূর্বক “ক্রয় সূত্রে এই জমির মালিক মহাদেব সাধু” মর্মে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিতে হবে। ২ মাসের মধ্যে যদি কেউ উক্ত সম্পত্তির দাবি করেন তাহলে মহাদেব সাধু ওই জমি ক্রয় করবেন না। যদি দাবি না করেন তাহলে তিনি জমি ক্রয় করবেন। সে অনুযায়ী ২ মাস অতিবাহিত হলে উক্ত সম্পত্তি কেউ দাবি না করায় মহাদেব সাধু রেজিস্ট্রি করার পূর্বে ৮ মার্চ ২০১৯ তারিখে দৈনিক যুগের বার্তা পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করেন। আইন অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ৫ দিনের মধ্যে কারো অভিযোগ থাকলে অভিযোগ জানানোর নিয়ম হলেও কেউ উক্ত সম্পত্তির দাবি করেন নি বা অভিযোগ করেননি। ২ মাস সাইনবোর্ড ঝুলানো এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর কেউ অভিযোগ নিয়ে হাজির বা সম্পত্তির দাবি নিয়ে না আসায় গত ২০১৯ সালের ১৯ মার্চ মহাদেব সাধু আমাদের কাছ থেকে উক্ত সম্পত্তি রেজিস্ট্রি করে নিয়ে আজ পর্যন্ত ভোগদখলে আছেন। চিহ্নিত প্রতারক সাহাবুদ্দিন পর সম্পদ লোভী মোয়াজ্জেদ হোসেনের ছেলে সাফিনুরের কু পরামর্শে ভুয়া কাগজপত্রের মাধ্যমে রেকসনার নামে দানপত্র করিয়ে মহাদেব সাধুকে হয়রানি এবং তার ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা করছেন। তিনি এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো: সাহাবুদ্দিন, মো: সাদ্দাম হোসেন, শামীমা খাতুন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version