Site icon suprovatsatkhira.com

সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের চিহ্নিত বিএনপি ক্যাডার ও ভূমি দস্যু মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান কাশেম কর্তৃক বনজীবী দরিদ্র সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির হারি না দিয়ে জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (১৫ জানুয়ারি) বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শ্যামনগর উপজেলার যোতিন্দ্রনগর (মরগাঙ) গ্রামের মৃত নবীন মন্ডলের ছেলে বিরিঞ্চী মন্ডল।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমাদের পূর্ব পুরুষের পেশা অনুযায়ী আমরা বৈধভাবে সুন্দরবনের মাছ ও কাঁকড়া ধরে অতি কষ্টে জীবিকা নির্বাহ করি। আমরা অসহায় দরিদ্র হওয়ায় খন্ড খন্ড জমি ক্রয় করে নদীর ধারে বসবাস করে আসছি। আর নদীর ধারের জমি মৎস্য চাষের জন্য উপযুক্ত হওয়ার কারণে বিগত ২০০৬ সালের দিকে একই এলাকার মৃত. জলিল মোড়লের ছেলে বর্তমানে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান বিএনপি ক্যাডার আবুল কাশেম মৎস্য চাষ করার জন্য আমাদের বনজীবী হিন্দু সম্প্রদায়ের খন্ড খন্ড সম্পত্তি হারি দেওয়ার শর্তে গ্রহণ করে। এছাড়াও বিগত ২০০৭ সালে হরিনগর মৌজায় ৩৪৩ নং খতিয়ানে ৫৪ শতক সম্পত্তি একই এলাকার ওয়াজেদ মোড়লের কাছ থেকে আমার কন্যা ঠাকুর রানী মন্ডলের নামে ৩৩ শতক এবং আমার ভাই সাধু চরণ মন্ডলের নামে আরো ২১ শতক সম্পত্তি ক্রয় করি। উক্ত সম্পত্তিও ওই আবুল কাশেম হারি দেওয়ার শর্তে গ্রহণ করে এবং ২০০৭ সালের হারির টাকাও পরিশোধ করে। কিন্তু তারপর থেকে উক্ত সম্পত্তির কোন হারির টাকা না দিয়ে অবৈধভাবে ভোগদখল করে যাচ্ছে। যে কোন সময় কাশেম বাহিনী আমাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে আমরা আশংকা করছি। এমতাবস্থায় তিনি (বিরিঞ্চী মন্ডল) ওই ভুমিদস্যু কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীসহ সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version