Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে মৎস্য ঘের জবর দখলের অভিযোগ

শ্যামনগর অফিস: শ্যামনগরের আবাদ চন্ডিপুর (পানখালী) গ্রামের রাহেলা বেগমের মৎস্য ঘের জোর পূর্বক দখল দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার ৩ জনকে বিবাদী করে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগে প্রকাশ, আবাদ চন্ডিপুর মোৗজার এস এ ৪১/১ খতিয়ানে ১৮৯৭, ১৮৯৮ ও ১৯০১ দাগে ২.৪৬ শতক জমি বিবাদীগণ ২৫ বছর পূর্বে মাহবুব মোল্যার সাইমুন লু নামে প্রকল্পে বিক্রি করে। মাহবুব মোল্যা গত ১৯ নভেম্বর ২০১৮ তারিখে ২.১৩ শতক জমি মজিবর হাজীর স্ত্রী রাহেলার নামে ৪৮৬৩ নং দলিল মূলে এবং ২৫ নভেম্বর ২০১৮ তারিখে সহিদুল ইসলাম এর নামে ৪৭৫৭ নং দলিল মূলে শ্যামনগর সাব রেজিস্ট্রি অফিস থেকে কোবলা করে নেয়। সেই থেকে তারা শান্তিপূর্ন ভোগদখলে আছে। গতকাল শুক্রবার সকালে একই এলাকার ছবুরের নেতৃত্বে বহিরাগত ১০/১৫ জন উক্ত ঘেরের মধ্যে মাটি কেটে রাস্তা দিয়ে দখল করে। এ সময় রাহেলার স্বামী মজিবর হাজী শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করে। থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনাটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য এসআই শেখ নূর কামালকে নির্দেশ দেন। তিনি সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version