Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে এনজিএফ কর্মকর্তাদের সাথে মাছের খাবার ও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় নওয়াবেঁকী গনমুখি ফাউন্ডেশন (এনজিএফ) এর আহবানে “কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারন ও বাজারজাত করণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক ভ্যানু চেইন উন্নয়ন উপ-প্রকল্প, মাছের খাবার ও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার জেসি কমপ্লেক্সের সভাকক্ষে প্রজেক্ট ম্যানেজার মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্যামনগর ও কালিগঞ্জের মাছ ও কাঁকড়া চাষী, ব্যবসায়ী, ঔষধ ব্যবসায়ী, ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ। কাঁকড়া চাষের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে কর্ম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের ভ্যালু চেইন উন্নয়ন ফ্যাসিলিটেটর মো. সাইফুল ইসলাম, কাঁকড়ার বিভিন্ন রোগ, রোগের লক্ষন সমূহ চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে আলোচনা করেন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ। চাষীদের পক্ষ হতে কাঁকড়া চাষের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।ঔষধ কোম্পানির পক্ষ থেকে সেসব সমাধান করার পরমার্শ দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- প্রকল্পের ভ্যালু চেইন উন্নয়ণ ফ্যাসিলিটেটর মো. সাইফুল ইসলাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version