Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে অবৈধ ভাবে বালি উত্তোলন

রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে রমজাননগর ব্রিজ সংলগ্ন পরানপুরে অবৈধ ভাবে বালি উত্তোলন করছে একজন অসাধু ব্যবসায়ীরা। সরজমিনে দেখা যায়, কৈখালী ইউনিয়নের শীপচন্দ্রপুর গোনা গ্রামের নুর ইসলামের ছেলে ইউনুস সরকারী ভাবে ঘোষিত বালু মহল ছাড়া অন্য কোন জায়গা থেকে বালি উঠানো সম্পূর্ণ নিষেধ থাকলেও তা না মেনে প্রকৃতি ধস করে উপজেলার বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমানে সে রমজাননগর ব্রিজ সংলগ্ন পরানপুরে বালি উত্তোলন করছে। রবিবার তার অবৈধ বালি উত্তোলনের বিষয়ে কৈখালী ভূমি অফিসকে অবগত করা হলে ছোট নায়েব তপন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ বালি উত্তোলন বন্ধ করার নির্দেশ প্রদান করেন। দুই দিন বালি উত্তোলন বন্ধ থাকার পর ইউনুস মঙ্গলবার সকাল থেকে বালি উত্তোলন শুরু করে কোন ক্ষমতার বলে ? কার ইন্ধনে সে আবার অবৈধ বালি উত্তোলনের সাহস পেল এমনটি প্রশ্ন জনমনে। এ বিষয়ে জানার জন্য ইউনুসের মুঠো ফোনে বার বার কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা অ্যাসিল্যান্ডের নিকটে জানার জন্য কল করলে তিনিও ফোন রিসিভ করেননি। এলাকা বাসীরা প্রকৃতি রক্ষায় ড্রেজার মেশিন দ্রুত বন্ধ করার দাবি এবং অবৈধ বালি উত্তোলনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version