Site icon suprovatsatkhira.com

শার্শা সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি যুবক নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফে)’র নির্যাতনে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক গরুর রাখাল নিহত হয়েছেন। ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গত বুধবার দুপুরে তাকে পিটিয়ে মেরে ফেলে। নিহত হানেফ আলী শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে। নিহত হানেফ আলীর চাচা শহিদুল ইসলাম এ খবরটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, হানেফ আলী সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফের হাতে ধরাপড়ে। বিএসএফের নির্মম নির্যাতনে হানেফ আলী গুরুতর আহত হয়। পরে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে হানেফ আলীর মৃতদেহ ভারতের গাইঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান হানেফ আলী নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভারত থেকে বুধবার বাড়ি ফেরার পথে ভারতে বিএসএফের হাতে ধরাপড়ে ও তাদের নির্যাতনের এক পর্যায়ে মারা যায়। নিহত হানেফ আলীর স্বজনরা তার লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version