ডেস্ক রিপোর্ট: শহরের রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘ভাল পড়া-শুনার সাথে সাথে খেলা-ধুলা ও শরীর চর্চা করতে হবে। ভাল মন নিয়ে লেখা-পড়া করে মানুষের মত মানুষ হতে হবে। কারণ তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের পিতা-মাতার আশা-আকাক্সক্ষা তোমাদের পূরণ করতে হবে। এই রসুলপুর গ্রামে বিশিষ্ট জ্ঞানী ও গুণী ব্যক্তিদের জন্মস্থান। তোমাদেরকেও বড় হয়ে তাদের মত বড় মাপের মানুষ হতে হবে।’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ, শেখ তহিদুর রহমান ডাবলু, শিক্ষক ভবতোষ কুমার সানা, সানজিদা নাহার, রুপ কুমার মন্ডল প্রমুখ। এসময় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল বাসার (পল্টু)।