Site icon suprovatsatkhira.com

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সঙ্গীতা মোড়ের ২ দোকানে ১৩ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রান্না, উন্মুক্ত অবস্থায় বাসি ও পচনশীল খাবার সংরক্ষণ ও রান্না ঘরের পাশে উন্মুক্ত টয়লেট প্রতিস্থাপনের অপরাধে শহরের সঙ্গীতা মোড়ের গাজী হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মেয়াদবিহীন ফ্লেভার উদ্রেক তরল ব্যবহারের অপরাধে রুমন বেকারি এন্ড ফুড প্রডাক্টসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন জানান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশে সঙ্গীতা মোড়ের গাজী হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রান্না, উন্মুক্ত অবস্থায় বাসি ও পচনশীল খাবার সংরক্ষণ, রান্না ঘরের পাশে উন্মুক্ত টয়লেট প্রতিস্থাপনের অপরাধে এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে রুমন বেকারি এন্ড ফুড প্রডাক্টসকে মেয়াদবিহীন ফ্লেভার উদ্রেক তরল ব্যবহার ও কর্মীদের কন্টিজেনাস ডিজিজ নেই’ মর্মে সনদ না থাকায় এর ম্যানেজার সুব্রত মজুমদারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version